সময়টা ২০০৫ সালের এপ্রিল মাস। ইউটিউব নির্মাতা Jawed Karim (জাভেদ করিম) তার তৈরি ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করেন। বলতে গেলে তার করা ভিডিওতে আকর্ষনীয় তেমন কিছুই ছিল না। এটি একেবারে সাধারণ ১৯ সেকেন্ডের ভিডিও, যেখানে তিনি একটি চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে হাতিকে নিয়ে একটি ছোট ভিডিও বানিয়েছিলেন।
তার কথাগুলো বাংলায় অনুবাদ করলে হয়, "আমরা এখন হাতির সামনে দাঁড়িয়ে আছি, আর এদের একটি আকর্ষনীয় জিনিস হলো এদের অনেক বড় শুঁড়, যেটা আসলেই অনেক সুন্দর, আর আমার এতটুকুই বলার ছিল"।
জাভেদ করিম
আসলে ভিডিওটির ছেলেটিকে দেখলে বাঙালি অথবা ভারতীয় মনে হবে। কেননা তার বাবা ছিলেন বাংলাদেশের প্রবাসী বিজ্ঞানী নাইমুল করিম এবং মা ক্রিস্টিনা করিম। ১৯৭৯ সালে পূর্ব জার্মানির মাসবর্গে জাভেদ করিম জন্মগ্রহণ করেন। বলা যায় যে, ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা ছিলেন বাংলাদেশিদের একজন।

ছোট বেলা থেকেই জাভেদ ছিলেন একটু চুপচাপ প্রকৃতির। কিন্তু চুপচাপ হলে কী হবে? তার মাথার মধ্যে সবসময় নানান ধরণের সৃজনশীল চিন্তাভাবনা ঘুরপাক খেত। ছোটবেলা থেকেই আবিষ্কারের নেশা তাকে পেয়ে বসতো, যার ফলাফল আজকের এই বহুল জনপ্রিয় ইউটিউব।
তিনি ১৩ বছর পর্যন্ত জার্মানিতে পড়ালেখা করেন এবং পরবর্তীতে তার পরিবার আমেরিকায় চলে যান। জাভেদ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন এবং ২০০৫ সালে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি নিয়েছিলেন।
ভিডিওটি দেখুনঃ https://www.youtube.com/embed/jNQXAC9IVRw