আমার শিক্ষা
----সিয়াম আহম্মেদ---
সবুজ ঘাসের শিশিরে অলোর,
কিরনের ছোয়া থেকে-
আমি হাসতে শিখেছি।
শান্ত সকলে হাজারো পাখির
কিচিরমিচির শুনে-
আমি বলতে শিখেছি।
গ্রীষ্মের রাতে টিনের চালে অজোড়ে,
পড়া বৃষ্টি থেকে-
আমি ভয় পেতে শিখেছি।
পদ্মা মেঘনার অবিরাম ছুটে চলা,
গতিময় স্রোত দেখে-
আমি চলতে শিখেছি।
শান্ত সকালে কোকিল ময়নার,
সুমধুর গান শুনে-
আমি গাইতে শিখেছি।
ক্লান্ত দুপুরে নদীতে খেলা করা,
কিশোরদের দেখে-
আমি নইতে শিখেছি।
সকাল দুপুর আর রাতে চামড়া ঝলসানো,
ছেলেদের থেকে-
আমি খেলতে শিখেছি।
হেমন্তের দুপুরে কৃষকের মাথায়,
সোনালি ধান দেখে-
আমি পরিশ্রম করতে শিখেছি।
বৈঠা হতে সারাদিন গান গাওয়া,
লোকটি থেকে-
আমি বাইতে শিখেছি।
তালপত্রে সৃজনশীলতায় বোনা,
বাবুয়ের বাসা দেখে-
আমি সৃজনশীলতা শিখেছি।
ধান ক্ষেতে বসা একঝাক,
ফড়িং এর দল থেকে-
আমি দোড়াতে শিখেছি।
হাজারো কৃষকের ভষ্ম হওয়া,
অকাতর দেহ দেখে-
আমি কাদতে শিখেছি।।।।।।