নীরবতার আড়ালে থাকা মানুষগুলোকে আজও কেন দেখা হয়নি,
ছেলেহারানো হাজারো মায়ের মলিন মুখে আজও কেন হাসি ফোটেনি।
বাংলার রাজপথে আল্পনা আকা রক্তের দাগ আজও কেন মোছেনি,
বাঙালির চিরজীবনের দুর্দশা আর গ্লানি আজও কেন ঘোচেনি।
বাঙালির নিপীড়িত-নির্যাতিত হওয়ার দিনগুলো আজও কেন কমেনি,
বাঙালির নামের শেষের চোর উপাধিটা আজও কেন হটেনি।
স্বাধীনতার অর্ধশত বছর পরেও হারানোর ভয় আজও কেন কাটেনি,
অসহায় মজলুমরা শত আঘাতের বিচার আজও কেন পায়নি।
আধুনিক সভ্যতায় এসেও মানবতাবোধ আজও কেন জাগেনি,
বৈশম্য-ভেদাভেদ ঝরানো চোখগুলো আজও কেন বন্ধ হয়নি।
আবিরাম ঝরতে থাকা চোখের পানি কেউ আজও কেন মোছেনি,
এ নিয়ে কোন পড়ন্ত বিকেলে কোন কবি কবিতা আজও কেন রটেনি।
