চিরকোমল হরিৎ এ ভূবনে,
ফুল হয়ে সুগন্ধ ছড়াতে এসেছি।
চিরসুনীল অফুরন্ত এ আকাশে,
পাখি হয়ে উড়তে এসেছি।
চিরশান্ত মলিন এ বাতাশে,
আনন্দক্ণা হয়ে ছড়াতে এসেছি।
চিরবহমান বর্নীল এ জলে,
শাপলা হয়ে ভাসতে এসেছি।
চিরদুরন্ত বৈচিত্রের এ ধরনীতে,
কিশোর হয়ে হাসতে এসেছি।
চিররুপসী মায়াময় এ ভূবনে,
বসন্ত হয়ে ভালোবাসতে এসেছি।
চিরনবান্নের সুভাষিত এ ভূবনে,
হেমন্ত হয়ে সুখ বিলাতে এসেছি।
চিরআপন নিজ এ ভূবনে,
ছেলে হয়ে চোখ মুছতে এসেছি।
চিরনির্মম দুষ্কর এ ভূবনে,
কালবৈশাখী হয়ে কাপাতে এসেছি।
চিরধূসর হতে থাকা এ ভূবনকে,
কৃষ্ণচূড়া হয়ে রাঙাতে এসেছি।
চিরএকা রঙের এ ভূবনে,
ভাই হয়ে ভ্রাতৃত্ব দেখাতে এসেছি।
