আমাদের খিচুড়ি ফোরামে হঠাৎ করে ভূতের খুব উপদ্রপ শুরু হয়েছে। তারা বিভিন্ন লেখার ভেতরে লুকিয়ে থাকে, মাঝে মাঝেই হামলা চালায়।
এই ভূত গুলোকে ধরতে আমাদের আপনাদের সাহায্য দরকার।
কিভাবে ধরবেন ভূত?
খুবই সহজ! প্রথমে আমাদের চলে যান আমাদের ফোরামে ফেসবুক অথবা আপনার ইমেইল দিয়ে খুব সহজেই একটি একাউন্ট খুলে ফেলুন।
এবার আমাদের বিভিন্ন লেখার ভেতরে খুঁজতে থাকুন। হঠাৎ করে কোন ভূত নড়তে চড়তে দেখলেই ভূতের উপরে ক্লিক করে ভূতটাকে আটকে ফেলুন।
ভূত ধরলে কি হবে?
ভূত ধরলে পাবেন পুরস্কার। এখন আমাদের "ভূতে দিলো হানা" রাউন্ড চলছে। এই রাউন্ডে সবচেয়ে বেশি ভূত ধরে জিতে নিন বই এবং মোবাইল রিচার্জ!
তাহলে আর দেড়ি কেন? ভূত ধরা চলতে থাকুক আর সেইসাথে পড়তে ও লিখতে থাকুন খিচুড়ি ফোরামে।