
লোকটার নাম ইরফান খান। তিনি নিতান্তই একজন ভালো মানুষ, ভালো অভিনেতা। কিছুক্ষণ আগে ফেসবুকে ডুকেই দেখি তার হাজারো ভক্ত তার বিদায় নিয়ে হাজারো পোস্ট দিচ্ছে, তাদের হাজারো কথা ব্যাক্ত করছে।
তিনি আমাদের দেশে একটা সিনেমা করে গিয়েছেন, ছবিটির নাম হচ্ছে ডুব মোস্তফা সরওয়ার ফারুকীর করা মুভিতে তিনি তিশার সাথে অভিনয় করেছিলেন। এছাড়া তিনি বলিউড ছাড়াও হলিউডে অনেকগুলো বিশ্বখ্যাত মুভি দর্শকদের উপহার দিয়েছিলেন।
তার এতো অবদানের কথা স্মরণ করে, একথা বলতে দ্বিধা নেই যে এই গুনী শিল্পীর মৃত্যুতে সিনেমাজগতের বিরাট ক্ষতি হয়েছে !